নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে রেলস্টেশনের রেলওয়ের অনলাইন টিকিং বুকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নাচোল রেলস্টেশন অফিস কক্ষে টিকিট বুকিং কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নুরুল আলম। প্রথম টিকিট কাটেন নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচীব আমানুল্লাহ আল মাসুদ দ্বিতীয় টিকিট কাটেন এ্যাডঃ শহিদুল্লাহ কায়সার লিটন। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচীব গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্চাসেবক দলের নাচোল উপজেলার সাবেক সভাপতি বাবুল আক্তার, বুকিং সহকারী সাব্বির হোসেন, বুকিং মাস্টার হায়দার আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।