নাচোল বার্তা ডেক্স রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ নাচোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমান । সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাজফুড এন্ড ক্যাসেলে এই সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসন (নাচোল, গোমস্তাপুর, ও ভোলাহাট) ডঃ মিজানুর রহমান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী ,গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসন (নাচোল, গোমস্তাপুর, ও ভোলাহাট) এর সংসদ সদস্য প্রত্যাশী ডঃ মিজানুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।