ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে রাইসট্রান্সপ্ল্যান্টারের ম্যাধমে ধানের চারা রোপণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে জমিতে রাইসট্রান্সপ্লান্টার এর চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার সময় নাচোল সদর ইউনিয়নের পিরপুর সাহানাপাড়া এলাকায় ৫০ একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা নিলুফা সরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কৃষক কনসালটেন্ট বিশ্বাস আলী মর্তুজা,নাচোল সদর ইউনিয়ন সংরক্ষিত মহিলা ( ৭,৮,৯নং ওয়ার্ড )সদস্য নাজিরা পারভিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ও রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহিদ, নেজামপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও ম‌ঈন‌উদ্দিন নুর,নাচোল ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন‌ ও আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী ইমাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমলয়রে মাধ্যমে ধান চাষাবাদ করলে সময় ও অর্থ খরচ কম হয়।
সমলয়রের মাধ্যমে ধান রোপণে নতুন প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষক হবে। নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হবে। রাইসট্রান্স পান্টারের মাধ্যমে ধান লাগানো পদ্ধতি আরো বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: