নাচোলে অবরুদ্ধ করার চক্রান্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
সোহেল রানা,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কসবা ইউপি”র সোনামাসনা গ্রামের ৮(আট) টি পরিবার কে সীমানা প্রাচীর দিয়ে অবরুদ্ধ করার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।শুক্রবার বেলা এগারটার দিকে সোনামাসনা গ্রামের আশরাফুল ইসলামের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সোনামাসনা গ্রামের ইউপি সদস্য ও সোনা মাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউসুফ আলী,ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে আশরাফুল ইসলাম,এনামুল হক,আক্তার,বাবু প্রমুখ।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,সোনামাসনা গ্রামের আশরাফুল, এনামুল ও বাবু সহ আটটি পরিবারের লোকজনের রহনপুর এলাকার জনৈক আনোয়ারা বেগমের (জোসনারা) বেগমের জমির সামনে দিয়ে চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে।সেই রাস্তা দিয়ে আটটি পরিবারের লোকজন ৪৫বছর ধরে চলাচল করে।হঠাৎ করে সেই রাস্তা আনোয়ারা বেগম তারের বেড়া ও সীমানা প্রাচীর দিয়ে ঐ পরিবার গুলোকে অবরুদ্ধ করে রেখেছে।পুলিশ ও তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত ভুক্তভোগি পরিবারের লোকজন কে অবরুদ্ধ করে রাস্তা দিয়ে চলাচল করতে দিচ্ছে না। এমনকি ৬২ নং সোনামাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ তারের বেড়া দিয়ে ঘিরে ফেললে এলাকাবাসীর চাপে সামান্য রাস্তা ছাড়ে যা একসঙ্গে দুুটি মানুষ পারাপার হতে সমস্যা হয়। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভুক্তভোগী পরিবারগুলোকে চলাচলের রাস্তা অবমুক্ত করার জোর দাবি জানন।