ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে কোরআন দিবস উপলক্ষে পবিত্র কোরআন শরীফ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
মে ১০, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাচোলে কোরআন দিবস উপলক্ষে পবিত্র কোরআন শরীফ বিতরণ

নাচোল বার্তা নিউজ ডেস্ক রিপোর্ট
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আল কোরআন দিবস উপলক্ষে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫ টায় পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নাচোল উপজেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ছাত্র শিবির পূর্ব শাখার উদ্যোগে ২০০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। ছাত্রশিবির নাচোল পূর্ব শাখার সভাপতি নাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য নাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র শিবির পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ডঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবির পূর্ব শাখার সেক্রেটারি আব্দুল্লাহ, এছাড়া অন্যান্য মাঝে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ। নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম।
জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, খলিলুর রহমান ।বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল ছাত্র শিবির পশ্চিম শাখার সভাপতি আবু শাহিন।

আলোচনা সভায় বক্তরা বলেন-প্রতিবছর ১১ মে এটি পালিত হয়ে থাকে। ১৯৮৫ সালের ১১ মে কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য চাঁপাইনবাবগঞ্জে ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে সংঘটিত হয় এক পৈশাচিক, নারকীয় হত্যাকান্ড। ১৯৮৫ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে আটজন মানুষ মৃত্যুবরণ করে। দিনটিকে স্মরণে রাখার জন্য সেই থেকে এই দিবস পালিত হয়ে আসছে। ঘটনার সূত্রপাত ভারতে ১৯৮৫ সালের ১২ এপ্রিল। এদিন ভারতের দুইজন উগ্র সাম্প্রদায়িকতাবাদী নাগরিক পদ্মপল চোপরা ও শীতল সিং কোরআনের সকল আরবি কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রীট আবেদন করে। রীটে বলা হয়, কুরআনে এমন কিছু আয়াত আছে যেখানে কাফির ও মুশরিকদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রেরণা দেয়া হয়েছে, তারা কুরআনে উল্লেখিত সূরা বাকারার ১৯১নং আয়াত ও সূরা তওবার ৩১ নং আয়াতের রেফারেন্স দিয়ে মামলা দায়ের করেছিল। কোরআন যেহেতু কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, তাদের হত্যা করার কথা বলেছে সেহেতু কুরআন একটি সাম্প্রদায়িক উস্কানী দাতা গ্রন্থ এবং এই গ্রন্থ সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দিতে পারে। তাই একে বাজেয়াপ্ত করার দাবি তুলে মামলা দায়ের করে। ভারতীয় সংবিধানের ২২৩ নং ধারা সি আর পিসি ১১৫(ক) ও ২৯৫ (ক) উদ্ধৃতি দিয়ে তারা আল কোরআনকে ভারতীয় সংবিধান বিরোধী বলে উল্লেখ করে। বিচারপতি মিসেস পদ্মা খাস্তগীর মামলা গ্রহণ করেন। তিনি ১২ই এপ্রিল এ বিষয়ে তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেন। এ ঘটনায় গোটা ভারতে মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এছাড়া ইসলামের আলো ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: