নাচোলে উদ্দীপনের উদ্যোগে কৈশোর মেলা অনুষ্ঠিত
নাচোল বার্তা নিউজ ডেক্স রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৈশোর মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সার্বিক সহযোগিতায় ও বে-সরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন বিপ্লবী ইলামিত্র নাচোল শাখার উদ্যোগে কৈশোর কর্মসূচির আওতায় দিনব্যাপী কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নাচোল উপজেলার ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ে কিশোর কিশোরীদের ৭টি স্টল নিয়ে এ মেলায় অংশগ্রহণ করে। শাকসবজি, ফলমূল সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার মেলায় স্থান পায়। এছাড়া কিশোরীদের নিয়ে খেলাধুলা, সাইকেল রেস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উদ্দীপন নাচোল শাখা ব্যবস্থাপক তোবারক হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন উদ্দীপন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসাহক আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন , নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আলমগীর হোসেন , উদ্দীপন নাচোল শাখার হিসাবরক্ষক মাজেদুল ইসলাম ,উদ্দীপন রহনপুর শাখার প্রোগ্রাম অফিসার ইনচার্জ ইসমাইল বিশ্বাস, ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান, মিলন হোসেন সারোয়ার জাহান বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যরা। আলোচনা সভায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, বাল্যবিবাহ ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপন নাচোল শাখার কৈশোর কর্মসূচির অফিসার ইনচার্জ আব্দুল আজিজ।