ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ তিনটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল ১৭, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ তিনটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই ভাটা তিনটি থেকে ৭ লাখ টাকা অর্থদণ্ড আদায়সহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা পরিবেশ অধিদফতর সূত্র জানায়, বুধবার (১৬ এপ্রিল) ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থাকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‍্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে দুই লাখ, মেসার্স সাথী ব্রিকসকে তিন লাখ এবং মেসার্স তামিম ব্রিকসকে দুই লাখ টাআকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ভাটা তিনটি এক্সকেভেটর (ভেকু)দিয়ে আংশিক গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষায় ভাটা বন্ধের নির্দেশ দেন। এবং ধরনের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: