দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা মনিরুল ইসলাম
নাচোল বার্তা ডেস্ক রিপোর্ট:
নাচোল উপজেলা সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামর নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পৌর এলাকায় চেয়ারম্যান পাড়ায় তার জন্ম। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জড়িত আছেন।
তিনি ছাএ জীবন থেকে নাচোল উপজেলা সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ শহরের সভাপতি, সবর্শেষ কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দ্বায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
তিনি সর্বস্তরের জনসাধারণ সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিচিতি জন-শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। নাচোল বার্তাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়, মনিরুল ইসলাম বলেন- ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বের প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায় উৎপীড়ন ,নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ-বিগ্রহ ও অমানবিকতার সহ সব ধরনের দমনমূলক নৃশংসতা ।
সুখ- শান্তি স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন। সকলকে আবার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।
তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া চেয়েছেন।