নাচোল বার্তা নিউজ ডেস্ক রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার অফিসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসেক্রেটারী ইয়াহইয়া খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার নায়েবে আমীর ডা.রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.হাসান আলী,বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শাহজাহান আলী,বীর মুক্তিযোদ্ধা এরফান আলী সিরাজ প্রমুখ।