নাচোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার নাচোল ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউল করিম। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, খাদিজা খাতুন মিম, জাতীয় নাগরিক পার্টির সদস্য রাজিবুল ইসলাম, সদস্য মেজবাহুল হক, সাব্বির সহ অন্যান্যরা। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন । ২০২৪ গনঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এছাড়া আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।