জোহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের হরিপুরে মশানগাঁও গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনা সুত্রে জানাযায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার সময় মোজ্জামেল এর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মাঝে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তোফিলউদ্দীন ও সোহাগের ঘরে।
স্থানীয় লোকজন দ্রুত ছুটে এলে আগুন নেভানোর আগেই ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আনুমানিক ১০ থেকে ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আরিফুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, শুকনো খাবার ও নগদ ৫হাজার টাকা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।