নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ফতেপুর ইউপির শালালপুর বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফতেপুর ইউনিয়ন শাখার আয়োজনে মোঃ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাচোল উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাচোল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্যরা। এছাড়া জেলা ও উপজেলা ও ইউনিয়নের অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলী হাসান।
আলোচনা শেষে মোঃ আলী হাসানকে সভাপতি ও আসাদুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন।